সাম্প্রতিক সময়ের সবচেয়ে চমকপ্রদ ঘটনার সঙ্গে যুক্ত হলো বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের নাম। নারী ভক্তদের হাতে দুধ দিয়ে গোসল করার পর সাংবাদিকদের কাছে এবার অদ্ভুত মন্তব্য করলেন তিনি। সেখানে তিনি জানান, দুধ দিয়ে গোসলের পর রিয়া মনিকে তিন তালাক দিয়েছেন। তাকে আর কখনো নিজের স্ত্রী দাবি করবেন না।
হিরো আলম সাংবাদিকদের কাছে বলেন, ‘যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের বা মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।’
এই মন্তব্যের মাধ্যমে তিনি রিয়া মনিকে ডিভোর্স দিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন। সেইসঙ্গে মন্তব্যটি বেশ হাস্যরসের জন্ম দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আজ শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে স্ত্রী রিয়া মনিকে মৌখিক ভাবে তিন তালাক দেন তিনি। তার আগে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নারী ভক্তদের সঙ্গে আনা দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছেন।
হিরো আলম বলেন, ‘রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল। সে পরকীয়া করেছে। আজ তাকে তালাক দিয়েছি। এজন্য দুধ দিয়ে গোসল করে আমি নতুনভাবে নিজেকে শুদ্ধ করছি।’
হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়া মনির বেশ কয়েক মাস ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না। রিয়া মনি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেন-এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এমন কথা রিয়া মনি পরিষ্কার করে বলেননি। সেই গুঞ্জনের ভিড়ে আজ হিরো আলম নিজেই স্ত্রীকে তালাক দিয়েছেন।