লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে সাত বছর বয়সী এক শিশু।
দগ্ধ হয়েছেন ওই বিএনপি নেতা ও তাঁর আরও দুই কন্যা। ঘটনাটি ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বেলাল হোসেন (৫০) ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ী। নিহত শিশুটি তাঁর ছোট মেয়ে আয়েশা আক্তার (৭)।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আটকা পড়ে যায় পরিবারের সদস্যরা। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও ছোট শিশু আয়েশাকে বাঁচানো সম্ভব হয়নি।
দগ্ধ বেলাল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪) গুরুতর দগ্ধ হওয়ায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এক শিশুকে নিহত অবস্থায় উদ্ধার করা হয় এবং দগ্ধ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। আগুনের উৎস ও প্রকৃতি তদন্ত করা হচ্ছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার মাধ্যমে পুরো পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএফ/বিকল্পকন্ঠ
#লক্ষ্মীপুর #অগ্নিসংযোগ #বিএনপি #আইনশৃঙ্খলা