মঙ্গলবার

১৭:৪২:১৩

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

লেহেঙ্গা ও গহনায় অনন্য রূপে ধরা দিলেন অভিনেত্রী পরীমণি

অনলাইন ডেস্ক

আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে থাকেন বেশ সরব, প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরেন, চমকে দেন ভক্তদের।

 

 

এবারও তার ব্যতিক্রম হলো না, সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে নজরকাড়া পোশাক গহনায় দ্যুতি ছড়ালেন এই নায়িকা। এদিন মূলত একটি গহনার ব্র্যান্ডের হয়ে কয়েকটি ফটোশুট শেয়ার করেন নায়িকা; যা ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিতে পরীমণিকে এদিন নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায় দেখা যায়; যেটি কাতান বা বেনারসি সিল্কের তৈরি। এর সঙ্গে পরেছেন মানানসই ভারী গহনা, যেমন– নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি পরেছেন। বলা বাহুল্য, তার এই আকর্ষণীয় মেকআপ ও হেয়ারস্টাইল পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তরা পরীমণির সৌন্দর্যের প্রশংসা করেন। হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট।

এক ভক্ত লিখেছেন,‘আপনাকে দেখতে রানীর মতো লাগছে।’ অনেকে তার ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেছেন।

আরও পড়ুন

Scroll to Top