মঙ্গলবার

১৪:১০:২২

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

শরিফ হাদির ওপর হামলার পর বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা ও গুলিবিদ্ধ হওয়ার পর বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যেই সীমান্তে ব্যাপক তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে যশোর ব্যাটেলিয়ন ৪৯ বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে সীমান্ত সম্পূর্ণ সিলগালা করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।”

বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপিসতলা এলাকা সহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নজরদারি ও তল্লাশি কার্যক্রম চলবে।

 

এমএফ/বিকল্পকন্ঠ

#শরিফওসমানহাদী #বেনাপোলসীমান্ত #বিজিবি #নিরাপত্তা #বাংলাদেশরাজনীতি

 

আরও পড়ুন

Scroll to Top