মঙ্গলবার

১৫:৫৫:২৮

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্‌ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন। মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন সময়ে কর্তব্য পালনে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে ছিল গাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শহীদ পুলিশ সদস্যদের উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এরপর বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে আইজিপি বাহারুল আলম বিপিএম স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনস থেকেই প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল। শহীদ পুলিশ সদস্যদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জত আলী শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের অবদান গৌরবোজ্জ্বল। এই বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন।

সবশেষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)-এর নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন। মহান বিজয় দিবসে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্মান ও কৃতজ্ঞতা আবারও প্রতিফলিত হলো।

 

এমএফ/বিকল্পকন্ঠ

#বিজয়_দিবস #শহীদ_পুলিশ #রাজারবাগ #বাংলাদেশ_পুলিশ #১৬ডিসেম্বর

 

 

আরও পড়ুন

Scroll to Top