মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর, ২০২৫ ইংরেজি রোজ রবিবার প্রথম প্রহরে (১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অবস্থিত ‘স্মৃতি চিরন্তন’-এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অন্যান্য শহীদদের নামফলকে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা নীরবতা পালন করে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার ঠিক আগমুহূর্তে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু জাতির ইতিহাসে তাঁদের আত্মত্যাগ চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ থেকেই আগামীর প্রজন্ম প্রেরণা নেবে।
নেতৃবৃন্দ আরও বলেন, একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সত্য ইতিহাস সংরক্ষণ ও শহীদদের সম্মান অক্ষুণ্ন রাখাই আমাদের দায়িত্ব।
জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
এমএফ/বিকল্পকন্ঠ
#শহীদবুদ্ধিজীবীদিবস #১৪ডিসেম্বর #ঢাবি_ছাত্রদল #স্মৃতিচিরন্তন #বিনম্রশ্রদ্ধা