রাজধানীর শাহবাগ মোড়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর অবরোধ তুলে নিয়েছে পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে শাহবাগে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা জানান, খসড়া অধ্যাদেশ চূড়ান্ত হলে উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে এবং সংশ্লিষ্ট কলেজগুলোর ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা স্কুলিং মডেল বাতিল করে বিদ্যমান উচ্চমাধ্যমিক কাঠামো বহাল রাখার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে সকাল ১১টার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে এসে প্রধান সড়ক অবরোধ করেন।
শুধু উচ্চমাধ্যমিক নয়, স্নাতক পর্যায়ের সাত কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছেন আজ। দুপুর ১২টার দিকে তারা শিক্ষাভবন মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। তাদের দাবিও এক দফা—প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি করতে হবে।
তাদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় খসড়া আইন প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশ জারির কোনো অগ্রগতি নেই। এতে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার ঝুঁকিতে পড়েছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।
উভয় পক্ষের দাবিতে স্পষ্ট—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে দীর্ঘসূত্রতা ও অস্পষ্ট সিদ্ধান্ত শিক্ষা কাঠামোর ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। সমাধানের জন্য সরকারের দ্রুত সিদ্ধান্ত প্রত্যাশা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এমএফ/বিকল্পকন্ঠ
#DhakaCentralUniversity #ShahbagProtest #CollegeStudentsBD #EducationReformBD #HSC_Model_Crisis