ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন -শিক্ষার্থীদের ধোকা দিয়ে ডাকসুর ভিপি হতে চায় এর চেয়ে বড় মোনাফেক আর কে হতে পারে ।
তিনি আরও বলেন -যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫শে মার্চ গণহত্যা চালানো হয়, শত শিক্ষার্থী ও কর্মচারীদের রক্তে রঞ্জিত এ ক্যাম্পাসে যারা হত্যাকারীদের সমর্থন জুগিয়েছিল, যারা সে সময় ক্যাবিনেটে মন্ত্রী হয়ে এ গণহত্যাকে এনাবল করেছিল তাদের এ ঘৃণীত গণহত্যাকে যারা স্বীকার করেনা ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই তাদের পক্ষে রায় দিতে পারেনা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এ দেশের মুক্ত সাংস্কৃতিক চর্চার উন্মুক্ত পীঠস্থান। শিবির এর মত কট্টরপন্থী সংগঠন এ চর্চাকে বাধাগ্রস্থ করতে চায়। তারা ট্যাগিং কালচার,প্রভাব খাটিয়ে এ চর্চাকে বাধাগ্রস্থ করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধভাবে এটি প্রতিরোধ করবে।
ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগের সাথে কাধে কাধ মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক সংগঠনে তারা গুপ্ত ভাবে দখলে নেয়। তাদের নিজস্ব বলয়ের বাইরে কাউকেই কোন সংগঠনের নেতৃত্ব কিংবা মেধা বিকাশের সুযোগ তারা দেয়নি।সামনেও তারা গোপনে নিজস্ব রাজনীতির প্রয়োজনে এ সংগঠনসমূহ ব্যবহার করতে চায়।
যারা ৫ই আগস্টের আগে প্রত্যেক দিন গেস্টরুমে হাজির হয়ে জুনিয়র শিক্ষার্থীদের নির্যাতন, অত্যাচার চোখের সামনে দেখে ছাত্রলীগের মিছিলে তালি দিয়ে শ্লোগান দিয়ে বেড়াত,কখনো একটা টু শব্দ করেও প্রতিবাদ জানানোর হিম্মত রাখেনাই তারা গেস্টরুম/গণ্রুমের বিরুদ্ধে বলে শিক্ষার্থীদের ধোকা দিয়ে ডাকসুর ভিপি হতে চায় এর চেয়ে বড় মোনাফেক আর কে হতে পারে!