মঙ্গলবার

১৭:৫৭:১৭

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

শিক্ষার্থীবান্ধব ও সংগ্রামের অদম্য প্রতীক: মমিনুল ইসলাম জিসান

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র ডাকসু নির্বাচন ঘিরে আজ যখন শিক্ষার্থীদের প্রত্যাশা তুঙ্গে, তখন একজন মানুষকে নিয়ে দুই-চারটা কথা না বললে নিজেকে কখনো বুঝ দিতে পারবো না যে শিক্ষার্থীদের সাথে আমি অন‍্যতম ভালো একজন নেতার পরিচয় করে দিতে পারিনি।

 

জিসান ভাই শুধু একজন ছাত্রনেতা নন, ভাই আমাদের সংগ্রামের প্রতীক। এই কয়েকবছর আগেও যখন বেগম খালেদা জিয়া, ড. মুহম্মদ ইউনুস সহ বিরোধীদলীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণায় মেতে ছিল স্বৈরাচারী আওয়ামী সরকার তখন এই মানুষটাকে দেখছি অকুতোভয় এক যোদ্ধার মতো এইসব ব‍্যানার পোস্টার সরিয়ে ফেলতে। রাজপথে থেকে সব কিছুর সাথে যুদ্ধ করতে। আওয়ামী লীগ আমলে ছয়বার কারাবরণ করেও ভাই দমে যায় নাই, এসবের কারণেবারবার শিক্ষা জীবনে প্রতিবন্ধকতা সত্ত্বেও পাশে থেকেছেন সহযোদ্ধাদের, তাদের স্বপ্নের লড়াইয়ে হয়েছিলেন প্রথম কাতারের যোদ্ধা।

 

আজ তার সবচেয়ে বড় বাধা, তার সেশন ২০০৯-১০। অথচ আমরা সবাই জানি, তার এই সেশন পিছিয়ে যাওয়া কোনো অলসতা বা ব্যর্থতার কারণে নয়; বরং দেশের গণতন্ত্র ও ছাত্রসমাজের অধিকারের লড়াইয়ে বারবার কারাগারে যাওয়ার কারণে।

 

তাই প্রশ্ন উঠছে – এটা কি তার অপরাধ, নাকি তার গৌরব?

একজন মানুষ যিনি নিজের ব্যক্তিগত সুবিধা বিসর্জন দিয়ে ছাত্রসমাজের অধিকার রক্ষায় জীবন কাটিয়েছেন, তিনি-ই তো প্রকৃত শিক্ষার্থীবান্ধব নেতা!

জিসান ভাই ডাকসু নির্বাচনে প্রার্থী হতে চান। ভাই একজন ক্লিন ইমেজের মানুষ। ভাইয়ের সাথে যতবার ই দেখা হয়, প্রতিবারই বলে, পড়াশোনা কর, এইটা ঠিক রাখ, রাজনীতিতে মূল‍্যায়ন এমনিতেই পাবি।

ছাত্রদলের প্রতি, কেন জিসান ভাইকে নমিনেশন দেওয়া উচিত।

১. আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনে তিনি ৬ বার কারাবরণ করেছেন। হাসিনা বিরোধী আন্দোলনের প্রথম সারির সৈনিক।

২. বারবার কারাবন্দী হওয়ার কারণে শিক্ষা জীবন ব্যাহত হয়েছে, কিন্তু কখনো ভেঙে পড়েননি।

৩. ছাত্রলীগের হামলায় অন্তত ১৭ বার আহত হয়েছেন, প্রায় ২ বছর কারাগারে থেকেও রাজপথ ছাড়েননি।

৪. স্ট্রং সাংগঠনিক অভিজ্ঞতা
১নং যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ ছাত্রদল।
সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সাবেক সদস্য সচিব, এ.এফ. রহমান হল ছাত্রদল।

৫. শিক্ষার্থীদের কাছে পছন্দের,বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী। ছাত্রদলের পোস্টার বয়।

৬. ⁠গত ১৫ বছরে ছাত্রলীগের হামলায় সবচেয়ে বেশিবার আহত ও আটক

৭. ⁠সবচেয়ে বেশি রানিং শিক্ষার্থীদের সাথে কানেক্টিভিটি, সাংগঠনিক অভিজ্ঞতা ও কার্যকর নেতৃত্ব⁠।

৮. জেল,জুলুম,গুমের শিকার
পাশাপাশি সাধারণ ছাত্রদের কাছেও জনপ্রিয় এমন প্রিয় মুখ খুব কম আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।আপনি চাংখারপুল থেকে টিএসসি হয়ে আজিমপুর যান,যেকোন ছাত্রকে জিজ্ঞেস করলে তারা একটা মানুষের ব্যাপারে ভালো মন্তব্য করবে সেটা আমাদের জিসান ভাই।ফ্যাসিস্ট শাসনামলে যারা বিদ্রোহ করতে চাইতো এবং ছাত্রলীগের ছায়াতলে থাকতে চাইতো না তাদের সবার জন্য নির্ভরতার জায়গা আমাদের জিসান ভাই।

আমরা চাই এমন নেতৃত্ব, যারা আমাদের কথা বলবে, আমাদের পাশে থাকবে, আমাদের অধিকার আদায়ে নির্ভীক থাকবে।

আরও পড়ুন

Scroll to Top