শ্বেতশুভ্র পোশাকে আর সাবেকি গয়নায় নজর কাড়লেন নুসরাত ফারিয়া!
বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া দুই বাংলার দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা সিনেমায়ও চুটিয়ে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন দুই বাংলার গ্ল্যামার দুনিয়ার তারকাদের মধ্যে নিজের জায়গা।
শ্বেতশুভ্র পোশাকে সাবেকি গয়নায় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আবারও নুসরাত সকলের নজর কাড়লেন। তার এই রূপে মুগ্ধ হয়ে ভক্তরা অসংখ্য লাইক ও কমেন্ট করেছেন।
মডেলিং দিয়ে তার গ্ল্যামার ক্যারিয়ার শুরু হলেও নুসরাত ফারিয়া মেধা দিয়ে সবাইকে আকৃষ্ট করেছেন। একাধিক টেলিভিশন কমার্শিয়াল এবং সংবাদপত্রের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
বাংলাদেশের সিনেমায় যেমন ‘শাহেনশা’, ‘অপারেশন সুন্দরবন’ এর মতো বড় প্রজেক্টে কাজ করেছেন, তেমনই পশ্চিমবঙ্গের ‘বস’, ‘আবার বিবাহ অভিযান’ ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।