মঙ্গলবার

১৭:৫৫:৩৩

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ১৩ মে সংঘটিত এই মর্মান্তিক ঘটনার প্রকৃত তদন্ত ও বিচার এখনো হয়নি, বরং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ছাত্রদলের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর পুলিশ উপস্থিত থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে ছাত্রদল।

সংগঠনটি আরও জানায়, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের সংবাদ সম্মেলন ছিল অস্পষ্ট ও বিভ্রান্তিকর। এতে সত্য উদঘাটনের বদলে দোষ ঢাকার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে সাম্যের চরিত্র হননের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়।

ছাত্রদল দাবি করেছে, এ ঘটনা কেবল বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়; বরং এটি দীর্ঘদিন ধরে চলে আসা ছাত্রলীগের সন্ত্রাসের ধারাবাহিকতা। সংগঠনটির অভিযোগ, আবাসিক হলগুলোতে ছাত্রলীগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নামে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি দমনের চেষ্টার অংশ হিসেবেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। তাদের ভাষ্যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে ঘটনাটি এড়িয়ে যাচ্ছে এবং প্রকৃত দোষীদের রক্ষায় সচেষ্ট রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করে এবং যোগ্যতর ব্যক্তিদের ওপর দায়িত্ব হস্তান্তরের দাবি জানায়।

ছাত্রদলের আহ্বান, অবিলম্বে সাম্য হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত, দায়ীদের শনাক্তকরণ ও বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির জন্য একটি নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

 

আরও পড়ুন

Scroll to Top