বুধবার

০৪:১০:২৮

২৪ ডিসেম্বর, ২০২৫

৯ পৌষ, ১৪৩২

২ রজব, ১৪৪৭

Edit Content

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

সেরা তথ্য চিত্রে অস্কার জিতলো ‘নাভালনি’

অনলাইন ডেস্ক

কারাগারে বন্দি রাশিয়ার ভিন্নমতাবলম্বী আলেক্সি নাভালনির বিষক্রিয়ার পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা চলচ্চিত্র ‘নাভালনি’ সেরা তথ্য চিত্রের জন্য অস্কার জিতেছে। খবর এএফপি’র।

কানাডিয়ান পরিচালক ড্যানিয়েল রোহারের এ চলচ্চিত্রকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একেবারে কট্টর প্রতিপক্ষ নাভালনির রাজনৈতিক উত্থান হিসেবে দেখা হয়। ২০২০ সালে সাইবেরিয়া সফরকালে তার শরীরে বিষাক্ত নার্ভ এজেন্ট ‘নোভিচক’ প্রয়োগ করা হয় এবং পরবর্তীকালে তদন্ত করে এ তথ্য পাওয়া যায়।

পুরস্কার হিসেবে স্বর্ণের মূতি গ্রহণ করার সময় রোহার দর্শকদের উদ্দেশে বলেন, এই পুরস্কারের সাথে সরাসরি সম্পৃক্ত ‘একজন ব্যক্তি আছেন যিনি আজ এখানে আমাদের সাথে উপস্থিত থাকতে পারেননি। আর তিনি হলেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি। তিনি বর্তমানে নির্জন কারাগারে রয়েছেন। এক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে চাই যে, আমরা তার কথাগুলো সঠিকভাবে তুলে এনেছি।’

তিনি আরো বলেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অন্যায়ভাবে আগ্রাসন চালাচ্ছেন।

৪৬ বছর বয়সী নাভালনি তাকে বিষ প্রয়োগের পেছনে হাত থাকায় পুতিনকে দায়ী করেন। তিনি একটি অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত দুই বছর ধরে মস্কোর বাইরে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত একটি কারাগারে বন্দি রয়েছেন।

ইউলিয়া নাভালনায়া বলেন, ‘আমার স্বামী শুধুমাত্র সত্য কথা বলার জন্য কারাগারে আছেন। আমার স্বামী শুধু গণতন্ত্র রক্ষার জন্য কারাগারে রয়েছেন।’

২০২২ সালের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া এ ছবি একটি ‘বাফটা’ জিতেছে।

এটি ‘অল দ্যাট ব্রেদস’, ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্যা ব্লাডশেড’, ‘ফায়ার অব লাভ’, এবং ‘এ হাউস মেড অব স্প্লিন্টার’ সেরা।

আরও পড়ুন

Scroll to Top