মঙ্গলবার

১৪:০৮:৩৮

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

হাদির হামলাকারী ফয়সালের জামিন নিয়ে আসিফ নজরুলের মন্তব্য

হাদির হামলাকারী ফয়সালের জামিন নিয়ে আসিফ নজরুলের মন্তব্য

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সাল করিম মাসুদের জামিন নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পূর্বের জামিন নিয়ে দেশজুড়ে শুরু হওয়া আলোচনা–সমালোচনার প্রেক্ষাপটে মুখ খুলেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, হাইকোর্টের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই এবং বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দেওয়া হলে তা গুরুতর ঝুঁকি তৈরি করে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ২৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘জামিন বিতর্ক’ শীর্ষক এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে ড. আসিফ নজরুল উল্লেখ করেন, ফয়সাল করিম মাসুদ একজন চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসী, যিনি গত বছর অস্ত্র মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান, যা নিয়ে এখন প্রশ্ন উঠেছে।

আইন উপদেষ্টা বলেন, হাইকোর্ট একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান। সেখানে প্রদত্ত কোনো জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো ধরনের নিয়ন্ত্রণ বা ভূমিকা নেই। তবে অস্ত্র মামলার মতো গুরুতর অপরাধে জামিন সহজে হওয়ার কথা নয়। প্রভাবশালী আইনজীবীদের ভূমিকার কারণে অনেক সময় এসব মামলায় জামিন দেওয়া সহজ হয়ে যায় বলেও তিনি মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল আরও বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত, পুনরায় অপরাধে জড়ানোর ঝুঁকি রয়েছে—এমন ব্যক্তিদের জামিন দেওয়া অস্বাভাবিক ও অসঙ্গত। তিনি জানান, উচ্চ আদালতে অস্বাভাবিক হারে জামিন দেওয়ার বিষয়টি নিয়ে আগেও তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন এবং প্রধান বিচারপতির কাছেও উদ্বেগ জানিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, জামিন বাণিজ্যে যারা জড়িত, তাদের এখনই থামা উচিত। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিলে তা দেশের নিরাপত্তা ও মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে এ ধরনের সিদ্ধান্ত আরও বিপজ্জনক বলে তিনি উল্লেখ করেন।

শেষে আইন উপদেষ্টা বলেন, “আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দেবেন না। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিলে এর দায় ইতিহাসের পাশাপাশি পরকালেও বহন করতে হবে।” তাঁর এই বক্তব্য নতুন করে বিচারব্যবস্থায় জামিন প্রক্রিয়া ও দায়বদ্ধতা নিয়ে আলোচনা জোরদার করেছে।

 

এমএফ/বিকল্পকন্ঠ

#শরিফ_ওসমান_হাদি #জামিন_বিতর্ক #আসিফ_নজরুল #আইন_ব্যবস্থা #রাজনৈতিক_সহিংসতা

 

আরও পড়ুন

Scroll to Top