গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে; নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন। স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মারা যাওয়ার মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ।
নতুন ভর্তি হওয়া ৫৬৫ জনের মধ্যে অংশ হিসেবে — বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রামে ১০১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন, খুলনায় ৩৩ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেটে ৫ জন রয়েছেন।
সাল ২০২৫-এ এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৪, এবং মোট ৯৬,৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ এখন পুরো বছর জুড়েই থাকতে পারে।
তাই জনগণকে সতর্ক থাকতে হবে — মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমএফ/বিকল্পকন্ঠ
#DengueBangladesh #HealthAlert #StopDengue #PublicHealth #DGHSUpdate
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://news.mahbubuniversalbusiness.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho
#bikolpokontho #বিকল্পকন্ঠ #Update_news