৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষাকেন্দ্রের নাম নিয়ে ভিন্নতা পাওয়ায় নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার মাত্র একদিন আগে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যদিও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আজ (৯ অক্টোবর)। তবে, তাতে তারিখ উল্লেখ করা হয়েছে ৭ অক্টোবর।
পিএসসি জানিয়েছে, বিকেল ৪টা থেকে নতুন প্রবেশপত্র ডাউনলোডের ব্যবস্থা করা হয়েছে। পূর্বে ডাউনলোড করা প্রবেশপত্র বাতিল বলে গণ্য হবে এবং শুধুমাত্র নতুন ডাউনলোডকৃত প্রবেশপত্রই পরীক্ষার হলে প্রবেশের জন্য কার্যকর থাকবে।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজন হলে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে সংশোধন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে। পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক পোর্টাল থেকে প্রার্থীরা নতুন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।