৫ আগস্টের মতো আবারও নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা কি সত্যি সত্যিই পরিবর্তন চান? নাকি আবারো সেই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? তখন উপস্থিত নেতাকর্মীরা না সূচক কথা বললে মির্জা ফখরুল বলেন, ৫ আগস্টে সবাই মিলে যেভাবে রাস্তায় নেমেছিলেন, তাহলে আবারও ঐক্যবদ্ধভাবে সবাই মিলে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য। ভাতের অধিকার এবং ন্যায়বিচার ও সামাজিক অধিকার পাওয়ার জন্য।
মির্জা ফখরুল বলেন, গত ১৫-১৬ বছর ধরে আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক কষ্ট করেছি এবং অনেক কষ্ট ভোগ করেছি। তাই আজকে আমাদের কাছে সবচেয়ে যেটা প্রয়োজন আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তিতে একটি নির্বাচন করতে চাই। সে নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে নির্বাচিত করতে চাই।
আওয়ামী লীগের দুঃশাসনের কথা তুলে ধরে তিনি বলেন, এখন আর জেলে যেতে হবে না। আমরা এখন ওই শান্তিতে আছি, যে রাত্রি হলে পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে না। অন্তত এটুকু শান্তিতে আছি, আমাদেরকে ওই খেত বাড়িতে ধান বাড়িতে অথবা গাছের ওপরে বসে থাকতে হবে না রাত্রে। যেটা আমাদেরকে গত ১৫ বছর ধরে থাকতে হয়েছিল।
বিএনপি মহাসচিব বলেন, আমরা কারো ওপর প্রতিহিংসা চালাতে চাই না; কারো ওপর প্রতিশোধ নিতে চাই না; আমরা সবাইকে নিয়ে ভালোবেসে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন আমরা সবাই মিলে সে লক্ষ্যে কাজ করি ।
সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরীফ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।