শনিবার

০৫:০৩:১৪

২৭ ডিসেম্বর, ২০২৫

১২ পৌষ, ১৪৩২

৫ রজব, ১৪৪৭

Edit Content

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন সোমবার

হাসিনার ঘৃণাস্তম্ভের গ্রাফিতি মুছে দুঃখ প্রকাশ ঢাবি প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক:

শেখ হাসিনার প্রতি ঘৃণার গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে প্রক্টরিয়াল টিমের ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানানো হয়।

শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব ও শেখ হাসিনার গ্রাফিতি মুছতে আসে সিটি করপোরেশনের কিছু লোক। মুজিবের গ্রাফিতি পুরোটা মুছে ফেললেও শেখ হাসিনার গ্রাফিতির মাথা পর্যন্ত মুছে ফেলার সময় শিক্ষার্থীরা এসে বাধা দিলে তারা এটি বন্ধ করতে বাধ্য হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের অনুমতি নিয়ে এই কাজ করা হয়েছে জেনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন প্রক্টর। তিনি বলেন, ক্যাম্পাসে বিভিন্ন দল বা শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে প্রোগ্রাম করে। এসব প্রোগ্রামের ছবি ও বিস্তারিত সংগ্রহ করে এনএসআই ঊর্ধ্বতন পর্যায়ে পাঠায়। সেখানে এই ছবিগুলোর মধ্যে দেখা যায় যে, ঢাবিতে এখনো শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি রয়ে গিয়েছে। কিন্তু এগুলো যে প্রতিবাদের স্মৃতি হিসেবে এখানে রয়েছে এটা বোঝা যায়নি। সেজন্য এগুলো মুছতে বলা হয়েছিল।

নিজেদের ভুল বুঝতে পেরে তিনি আরো বলেন, শিক্ষার্থীরা এখানে যেভাবে চাইবে সেভাবেই গ্রাফিতি থাকবে। আমরা অতি দ্রুত এই দুটি মেট্রোর পিলারকে ফ্যাসিবাদ ঘৃণাস্তম্ভ ঘোষণা করে দেব।

পরে একটি ছাত্র সংগঠনের ঢাবি শাখার নেতাকর্মীরা ‘ঘৃণাস্তম্ভ’ নামক এই গ্রাফিতিতে পুনরায় শেখ হাসিনার ব্যাঙ্গাত্মক প্রতিকৃতি ফুটিয়ে তোলেন।

আরও পড়ুন

Scroll to Top