বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে হামলার মামলায় কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল। এদিকে, গত রোববার তাঁর বাবা মো. জিয়াউদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তবে বাবাকে শেষবারের মতো দেখা ও জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি মেলেনি রুবেলের।
অবশেষে সোমবার দুপুরে রুবেলকে শেষবারের মতো দেখাতে তাঁর বাবার মরদেহ কারাগারে নেন স্বজনরা। এ সময় রুবেলের কান্নায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
জেল সুপার রিতেশ চাকমা জানান, দুপুর সোয়া ১২টার দিকে নাজমুল হুদা রুবেলের বাবার মরদেহ কারাগারের ভেতর আনা হয়েছিল। সেখানে রুবেলকে বাবার মুখ দেখানো হয়। কিছুক্ষণ রাখার পর মরদেহ আবার বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।
পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বাবার মৃত্যুর পর নাজমুল হুদা রুবেলকে প্যারোলে মুক্তি দিতে আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। তবে অনুমতি পাওয়া যায়নি বলে শুনেছি। সে কারণে বাবার লাশ কারাগারে নেওয়া হয়েছিল।