শনিবার

০১:১২:২৫

২৭ ডিসেম্বর, ২০২৫

১২ পৌষ, ১৪৩২

৫ রজব, ১৪৪৭

Edit Content

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন সোমবার

তিন সীমান্তে উত্তেজনা বিএসএফকে প্রতিরোধ

অনলাইন ডেস্ক:

সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের শূন্যরেখা লঙ্ঘন ঘিরে ছড়িয়েছে এই উত্তেজনা।

দেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাতের আঁধারে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্তের শূন্যরেখার মধ্যে লোহার বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে। বৃহস্পতিবার আমার দেশকে এই তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম।

এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়। চিঠির পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে বুধবার সন্ধ্যায় সীমান্ত পয়েন্টে পতাকা বৈঠক হয়।

লেফটেন্যান্ট কর্নেল মুসাহিদ মাসুম বলেন, বিএসএফ জানিয়েছ তাদের চা বাগানে বিভিন্ন ধরনের ক্ষতি হয়, এজন্য যন্ত্র ও খুঁটি স্থাপন করেছিলেন। আমরা স্পষ্ট জানিয়েছি শূন্যরেখার মধ্যে আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী কোনো কিছু স্থাপন করার সুযোগ নেই।

বিএসএফকে তাদের বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক যন্ত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানালে বিএসএফ তা সরিয়ে নেয়।

এর আগে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় সীমান্ত ঘেঁষে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সোমবার সকালে সীমান্তে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বেড়া নির্মাণ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ওই দিন বিকালে উভয়পক্ষের পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

পরদিন আবার বিএসএফের পক্ষ থেকে বেড়া নির্মাণের কাজ শুরু হলে আবারও বাধা দেয় বিজিবি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বুধবার উভয় পক্ষের পতাকা বৈঠকের পর বিএসএফ বেড়া নির্মাণ বন্ধ করে। এ ছাড়া নওগাঁর ধামইরহাট বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ। বুধবারের এই ঘটনায় বিজিবির বাধায় নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ সদস্যরা।

নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ‘নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুদেশের কোনো বেড়া নেই। বুধবার সকালে বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দেওয়া যাবে না। এটি দুদেশের জন্যই প্রযোজ্য। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতার দেওয়ার জন্য আসে। এ সময় খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দিলে কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা।’

আরও পড়ুন

Scroll to Top