শুক্রবার

১০:০৬:২৬

২৬ ডিসেম্বর, ২০২৫

১১ পৌষ, ১৪৩২

৪ রজব, ১৪৪৭

Edit Content

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. করোনায় সংক্রমণ প্রতিদিনই বাড়ছে

মেধাবী ও আদর্শবানদের দলে আনতে হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক:

সদস্য পদ নবায়নে মেধাবী ও ভালো মানুষের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মেধাবীদের দলের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে তাদেরকে দলের আরও কাছে নিয়ে আসতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, ইফেক্টিভ মানুষ দরকার, আগামীদিনে প্রোডাক্টিভ মানুষ দরকার।

সোমবার বিকেলে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলটির স্থায়ী কমিটির সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সদস্য নবায়ন ফর্ম পূরণ করে জমা দিয়ে কার্যক্রম শুরু করে।

সদস্য ফরম নবায়ন করে তারেক রহমান বলেন, সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় গেছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের হাজার-হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, পঙ্গু করে দেয়া হয়েছে। রাজনৈতিকভাবে, প্রাকৃতিকভাবে আমাদের অনেক সহকর্মীদের হারিয়েছি। যে মানুষগুলো এত ঝড়ের পরও দলটিকে ধরে রেখেছে, যে মানুষগুলো দলকে নিয়ে গেছে সাধারণ মানুষের কাছে, মানুষের মধ্যে দলকে ধরে রেখেছে, যে মানুষগুলোর কারণ আমাদের অবস্থান থেকে কথা বলতে পারছি-সেই মামুনগুলোকে আমরা আবার একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চায়। সেজন্যই মেম্বারশিপ নবায়ন করার আনুষ্ঠানিকতা।

নতুন সদস্য পদ গ্রহণ করতে চাই না জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের এই প্রোগ্রামটি বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্যই অত্যন্ত আনন্দের। যে প্রতিষ্ঠানটির সঙ্গে আমরা এত কিছুর পরও আছি, সেই প্রতিষ্ঠানটির সদস্য নবায়ন অত্যন্ত আনন্দের। এই আনন্দ বাংলাদেশের লাখ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। ঝড় কেটে গেছে। ঝড়ের পর দলকে পুনর্গঠিত করতে চাই। জনগণের সমর্থন আমরা পাবো বলে দৃঢ়বিশ্বাস করতে চাই। জনগণের সমর্থন পাওয়ার পর দেশকে পুনর্গঠিত করতে হবে। দলকে সঠিকভাবে পুনর্গঠিত করতে না পারলে দেশকে পুনর্গঠিত করতে পারবো না। দেশকে মেরামত করার জন্য ৩১ দফা উপস্থাপন করেছি আমরা। সেটি বাস্তবায়ন করতে হলে দলকে ঐক্যবদ্ধ ও পুনর্গঠিত করতে হবে।

সভাপতির বক্তব্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সদস্যপদ নবায়ন চলমান প্রক্রিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে শুরু হয়েছে। যারা সদস্য আছেন তারাই নবায়ন করবেন। কেন্দ্রীয় দপ্তর থেকে জেলায়, জেলা থেকে উপজেলায় এবং সেখান থেকে ইউনিয়নে যাবে। এটা সাংগঠনিক সম্পাদকবৃন্দ করবেন। তাহলে আমরা এক মাসের মধ্যেই লক্ষে পৌঁছাতে পারবো। অতীতে কিন্তু আগ্রহী এমপি পদপ্রার্থীরা সবগুলো কিনে নিতেন। এটা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাংগঠনিকভাবেই যাতে হয়।

তিন বলেন, আমাদের নেতাকর্মীদের প্রশিক্ষণের দরকার আছে খুব বেশি। কেনো যেন আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। উপস্থিত সবার নাম বলতে হবে এটা অর্থহীন বিষয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে কিন্তু এখন সত্যিকার একটি আদর্শিক রাজনৈতিক দলে পরিণত হতে হবে। এখন মেধার প্রতিযোগিতা। কতবেশি ভালো যুক্তি ও কন্টেন্ট তৈরি করতে পারেন সেটার প্রতিযোগিতা। নতুন সদস্য নেয়ার সদস্য মেধাবীদের দিকে খেয়াল রাখতে হবে।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাতসহ কয়েকজন বক্তব্য দেন। পরে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাতসহ কয়েকজন নির্ধারিত ফি দিয়ে একসঙ্গে সদস্যপদ নবায়ন করেন। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

Scroll to Top