বৃহস্পতিবার

১৯:২৫:৩৬

২৫ ডিসেম্বর, ২০২৫

১০ পৌষ, ১৪৩২

৩ রজব, ১৪৪৭

Edit Content

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. করোনায় সংক্রমণ প্রতিদিনই বাড়ছে

ঢাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রশাসনিক সহযোগীদের শাস্তির দাবি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক:

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) মার্চ ফর জাস্টিস কর্মসূচি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এদিন দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ কর্তৃক পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে ‘মার্চ ফর জাস্টিস’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে।

মার্চ ফর জাস্টিস কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র—শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য মহোদয়ের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়। স্মারকলিপি প্রদানের সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।

এসময় উপাচার্যের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

বক্তারা এসময় জানান যে, মার্চ ফর জাস্টিস সম্পন্ন করে স্মারকলিপি প্রদানের জন্য গেলে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের পক্ষে তা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডঃ এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

তারা আরও জানান যে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের স্মারকলিপিতে উল্লিখিত দাবিসমূহ সম্পর্কে অবগত হয়ে এসব বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। তবু পূর্বেকার সময়ের মতন ফ্যাসিবাদী সন্ত্রাসী ও তাদের দোসরদের বিচার কার্যক্রমে স্থবিরতা দেখা গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় তার আন্দোলন অব্যাহত রাখবে।

আরও পড়ুন

Scroll to Top