বৃহস্পতিবার

১৩:২৩:৪৪

২৫ ডিসেম্বর, ২০২৫

১০ পৌষ, ১৪৩২

৩ রজব, ১৪৪৭

Edit Content

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. করোনায় সংক্রমণ প্রতিদিনই বাড়ছে

“ডাকসু গঠনতন্ত্র সংস্কার, নির্বাচন ও আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবনা” নিয়ে স্যার এফ রহমান হল ছাত্রদলের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

২২ ফেব্রুয়ারি (শনিবার) “ডাকসু গঠনতন্ত্র সংস্কার, নির্বাচন ও আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবনা” নিয়ে স্যার এফ রহমান হল ছাত্রদলের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এমন এক নেতা, যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বহুদলীয় রাজনীতির প্রবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছিলেন। তার দেখানো পথেই বাংলাদেশে ছাত্ররাজনীতির নতুন অধ্যায় রচিত হয়, যেখানে ছাত্রদের মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত, বারবার প্রমাণ করেছেন যে, শিক্ষার্থী ও যুব সমাজই দেশের প্রকৃত চালিকা শক্তি। তার নেতৃত্বেই বাংলাদেশে শিক্ষার প্রসার, ছাত্রদের অধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নতুন যুগের সূচনা হয়।

আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন তারেক রহমানের সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে। তারেক রহমান সবসময়ই ছাত্র ও যুবসমাজের ক্ষমতায়ন, তাদের নেতৃত্ব বিকাশ এবং দেশের অগ্রগতির জন্য শিক্ষার গুণগত মান উন্নয়নের পক্ষে কথা বলে আসছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি গণতন্ত্রের সূতিকাগার, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশের সুযোগের মাধ্যমে জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। কিন্তু আজ দীর্ঘদিন ধরে ডাকসু অকার্যকর থাকায় শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

আমরা মনে করি, ডাকসু গঠনতন্ত্র সংস্কার এখন সময়ের দাবী।

এজন্য আমাদের কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে:
১. গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতকরণ
২. গঠনতন্ত্রের আধুনিকায়ন:
৩. স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব
৪. শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ

আমরা এমন এক ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, যেখানে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের শিক্ষা নিয়ে এবং তারেক রহমানের দূরদর্শী দিকনির্দেশনায় ছাত্ররা নিজেদের অধিকার আদায় করতে পারবে, নেতৃত্বের বিকাশ ঘটাতে পারবে এবং জাতির ভবিষ্যৎ গড়তে পারবে।

হোসাইন আহমদ সাদ্দাম আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, যেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের নয়, বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠে।

মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এস.আই

আরও পড়ুন

Scroll to Top