বৃহস্পতিবার

১৩:২৩:৪৬

২৫ ডিসেম্বর, ২০২৫

১০ পৌষ, ১৪৩২

৩ রজব, ১৪৪৭

Edit Content

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. করোনায় সংক্রমণ প্রতিদিনই বাড়ছে

বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, তাই নির্বাচন চাওয়া স্বাভাবিক: তারেক রহমান

অনলাইন ডেস্ক:

তারেক বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসন, রাজনৈতিক শক্তি, গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে দলটির নির্বাচন দাবি করা স্বাভাবিক ব্যাপার।

‘আজকে আমরা দেখছি, কিছুসংখ্যক ব্যক্তি, সংগঠন হঠাৎ করে কথায় কথায় বলে ওঠে, বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসন, রাজনৈতিক শক্তি, গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, এই ‘স্বাভাবিক ব্যাপারকে’ কিছু লোক অস্বাভাবিক করার চেষ্টা করছে।

‘আমাদের ভাবতে হবে, এর পেছনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কি না। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা পাবে, কার স্বার্থ উদ্ধার হবে—এটি গুরুত্বপূর্ণ বিষয়,’ তিনি বলেন।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের পরিকল্পনা সফল করতে হলে নির্বাচিত সরকারের মাধ্যমে তা বাস্তবায়ন করা সবচেয়ে ভালো উপায়। ‘রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া ও নির্বাচন করা।

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলের মামলা ও নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গত ১৫-১৬ বছর বিএনপির কর্মীরা গুম, গায়েবি মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন। বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

আরও পড়ুন

Scroll to Top