বৃহস্পতিবার

১৯:৫৮:৪৩

২৫ ডিসেম্বর, ২০২৫

১০ পৌষ, ১৪৩২

৩ রজব, ১৪৪৭

Edit Content

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. করোনায় সংক্রমণ প্রতিদিনই বাড়ছে

হত্যাচেষ্টা মামলার আসামির তালিকায় হাসিনার সঙ্গে সুবর্ণা মোস্তফা, অপু, শাওনসহ ১৭ শিল্পীর নাম

নিজস্ব প্রতিবেদক:

জুলাই অভ্যুত্থানের সময়ের ঘটনায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তারসহ ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা রয়েছে।

আসামিদের তালিকায় রয়েছেন—অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, অভিনেত্রী রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, সৈয়দা কামরুন নাহার শাহনুর, ঊর্মিলা শ্রাবস্তী কর, তানভিন সুইটি, জাকিয়া মুন, আজিজুল হাকিমসহ আরও অনেকে।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার আদালতের আদেশের কপি তারা পেয়েছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, মামলার আসামিদের তালিকায় মেহের আফরোজ শাওন, নুসরাত ফারিয়া ও আশনা হাবিব ভাবনার নামও রয়েছে।

গত মার্চে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি।

আদালতের নির্দেশে ওই আবেদন ভাটারা থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হচ্ছে বলে জানান ওসি মাজহারুল।

আরও পড়ুন

Scroll to Top