মঙ্গলবার

২৩:১৮:৩৯

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

রিয়ালের আইকনিক ‘৯ নম্বর’ জার্সি পরবেন এনদ্রিক

অনলাইন ডেস্ক

রিয়ালের আইকনিক ‘৯ নম্বর’ জার্সি পরবেন ব্রাজিলিয়ান এনদ্রিক

 

রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী ‘নম্বর ৯’ জার্সির ভবিষ্যত চূড়ান্ত হলো। ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এনদ্রিক এবার এই আইকনিক নম্বর পরবেন।
শুক্রবার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এনদ্রিকের নামের পাশে নতুন নম্বরটি যুক্ত করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে
ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পের ‘নম্বর ১০’ জার্সি বেছে নেওয়ার পর ‘নম্বর ৯’ শূন্য ছিল।
এ জন্য দুই তরুণ প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ১৭ বছর বয়সী এন্ড্রিক ২০২২ সালের শেষের দিকে পালমেইরাস থেকে মাদ্রিদে যোগ দেন এবং গত মৌসুমে দলে ৩৭ ম্যাচে সাত গোল করেন। অন্যদিকে, গঞ্জালো গার্সিয়া পরবেন ‘১৬’ নম্বর। যা গত মৌসুমে ছিল এনদ্রিকের ছিল।
‘নম্বর ৯’ রিয়াল মাদ্রিদের ইতিহাসে কিংবদন্তি সংখ্যা। আলফ্রেডো দি স্টেফানো, ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেঞ্জেমা, এমবাপ্পেসহ অনেক মহারথী এই নম্বর গায়ে ধারণ করেছেন।

আরও পড়ুন

Scroll to Top