মঙ্গলবার

২২:৪২:৫১

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

ইসরায়েলের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের চুক্তি মুসলিম দেশ মিশর

অনলাইন ডেস্ক

সারা দুনিয়া যখন ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াল এক মুসলিম দেশ। রেকর্ড পরিমাণ টাকার গ্যাস চুক্তি করে দেশটি আবারও প্রমাণ করল, ফিলিস্তিন নিয়ে মোটেও আগ্রহ নেই তাদের।
৩৫ বিলিয়ন ডলারের ওই চুক্তি অনুযায়ী ইসরায়েলের লেভিয়াথান গ্যাসক্ষেত্র জ্বালানি আমদানি করবে মিশর।
ইসরায়েলের জ্বালানি প্রতিষ্ঠান নিউমেড বৃহস্পতিবার এই চুক্তির ব্যাপারে ঘোষণা দেয়। ২০৪০ সাল নাগাদ মিশরকে ১৩০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে ইসরায়েলি কোম্পানিটি। এই গ্যাসক্ষেত্রের তিনটি মালিক প্রতিষ্ঠান রয়েছে। নিউমেড ছাড়াও ইসরায়েলি কোম্পানি রেশিও ও শেভরনও এই গ্যাসক্ষেত্রের মালিক।
নিজের চাহিদা মেটাতে আগে থেকেই ইসরায়েলের কাছ থেকে গ্যাস আমদানি করে থাকে মিশর। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এতে ছেদ ঘটে। তবে দেশীয় উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ায়, ইসরায়েলের গ্যাসই এখন মিশরের ভরসার কারণ হয়ে উঠেছে।

আরও পড়ুন

Scroll to Top