বুধবার

০৩:৫৩:১৩

২৪ ডিসেম্বর, ২০২৫

৯ পৌষ, ১৪৩২

২ রজব, ১৪৪৭

Edit Content

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

হৃদয়কে নাকচ করলেন শাকিব

অনলাইন ডেস্ক

গল্প পছন্দ না হওয়ায় হৃদয়কে নাকচ করলেন শাকিব

এ বছরের ঈদে ‘বরবাদ’ সিনেমা করেই আলোচনায় আসেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। কথা ছিল একই প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন থেকে আসন্ন ঈদেও দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন তিনি।
তবে প্রয়োজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, ‘আসন্ন ঈদে শাকিব খান নয়, অন্য নায়ককে নিয়ে সিনেমা নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। মিডিয়া পাড়ায় গুঞ্জন, আসন্ন ঈদের জন্য শাকিবকে নিয়ে পিওর রোমান্টিক সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন হৃদয়।
তবে সেই গল্প পছন্দ হয়নি নায়কের। আর সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।’
তবে গণমাধ্যমকে জানিয়েছে, শাকিবের সেই ‘না’ করা গল্পে রাজি হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে প্রার্থনা ফারদিন দীঘিকে।
তবে মেহেদী হাসান হৃদয় শাকিব খানের গল্প পছন্দ না হওয়ার খবর অস্বীকার করেছেন।
হৃদয়ের ঈদের রোমান্টিক সিনেমায় ‘না’ বলেছেন শাকিব খান। শাকিব খানের ঘনিষ্ঠ ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত একজন নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, যে নিউজ হইছে, তা সত্য। অল্প বাজেটে রোমান্টিক সিনেমা করতে চেয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান।
গল্পও ইস্যু ছিল। সে কারণে শাকিব খান অন্য কাউকে নিয়ে সিনেমাটি করার পরামর্শ দিয়েছেন।
এই ইস্যুতে মেহেদী হাসান হৃদয় বলেছেন, “সংবাদটি সঠিক না। শাকিব ভাই আমার গল্প তিনবার কেন, একবারের জন্যও ফেরাননি। ফলে তার ছেড়ে দেওয়া সিনেমায় অন্য কাউকে নেওয়ার খবরটিও অযৌক্তিক।
কোথা থেকে এ রকম গুজব এলো আমি নিজেই জানি না। শাকিব ভাইয়ের সঙ্গে আমাদের যে কাজ হবে, সেটার প্রস্তুতি চলছে। আপনার মনে আছে কি না জানি না ‘বরবাদ’-এর সময় তিনি (শাকিব খান) বলেছিলেন এরপর আমাদের যে কাজ হবে সেটি এর চেয়েও বড় পরিসরে। বিষয়টি এ রকমই। শাকিব ভাইয়ের সঙ্গে যে কাজটি হবে সেটির গল্প তিন পার্টের। এত বড় একটি কাজের গল্প প্রস্তুত করতেই এক বছর লেগে যায়। সেই কাজটিই চলছে। সময়মতো জানাব।”
তবে মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন আসন্ন ঈদে নিখাদ রোমান্টিক গল্পের সিনেমা নিয়ে আসছেন তিনি। সেটা তাঁর ভাষ্যে এমন, ‘রোজার ঈদে আমি রিয়েল এনার্জি প্রডাকশন থেকে একটি নিখাদ রোমান্টিক গল্পের কাজ আনছি। তবে সেটি শাকিব ভাইয়ের ছেড়ে দেওয়া গল্প না। এখনই বিস্তারিত বলতে চাইছি না। আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

আরও পড়ুন

Scroll to Top