কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হচ্ছে।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) ৫ দিনের সরকারি সফরে কক্সবাজারে যান উপদেষ্টা ফারুকী। সফরে তার সঙ্গে একান্ত সচিব ছাড়াও ব্যক্তিগত কর্মকর্তারা ছিলেন। শনিবার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে।