বুধবার

০২:২১:৩৬

২৪ ডিসেম্বর, ২০২৫

৯ পৌষ, ১৪৩২

২ রজব, ১৪৪৭

Edit Content

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন রবি তেজা

অনলাইন ডেস্ক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ‘ম্যাস মহারাজ’ রবি তেজা আগামী বছর ২০২৬-কে ঘিরে বেশ ব্যস্ত হতে চলেছেন। যদিও তার আসন্ন ছবি ‘ম্যাস জাঠারা’ আগস্ট মাসে মুক্তির কথা থাকলেও সেটি স্থগিত হয়েছে, তবুও রবি তেজা ইতিমধ্যেই পরবর্তী দুটি প্রজেক্টের পরিকল্পনা শুরু করেছেন।

প্রথম প্রজেক্টে রবি তেজা সহযোগিতা করছেন পরিচালক শিবা নির্ভাণার সঙ্গে। জানা গেছে, ‘খুশি’ ছবির ব্যর্থতার পর হিরোর বিষয়টি চূড়ান্ত করতে সমস্যা হচ্ছিল। তবে রবি তেজা এতে স্বস্তি দিয়েছেন এবং মিথ্রি মুভি মেকার্সের ব্যানারে তৈরি হওয়া এই পারিবারিক বিনোদনমূলক ছবি ২০২৬-এর শুরুতে শুটিং শুরু করতে যাচ্ছে।
দ্বিতীয় প্রজেক্টে রবি তেজা কাজ করছেন তরুণ পরিচালক সন্দীপ রাজের সঙ্গে, যিনি তাঁর আলাদা ধাঁচের গল্প বলার জন্য পরিচিত। প্রায় এক বছর ধরে আলোচনায় থাকা এই সিনেমাটি পিপল মিডিয়া ফ্যাক্টরির ব্যানারে তৈরি হবে এবং ২০২৬-এর মাঝামাঝি সময় শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই দুটি বৈচিত্র্যময় প্রজেক্টের মাধ্যমে রবি তেজা ২০২৬-এ নিজের গতিশীলতা ধরে রাখার পরিকল্পনা করছেন। একদিকে থাকবে পারিবারিক আবেগঘন গল্প, অন্যদিকে দেখা যাবে নতুন এবং পরীক্ষামূলক সিনেমার ছোঁয়া। সিনেমাপ্রেমীদের জন্য এই বছর রবি তেজার ভক্তির আকর্ষণীয় সময় হিসেবে রইল।

আরও পড়ুন

Scroll to Top