বুধবার

০০:৩৩:০১

২৪ ডিসেম্বর, ২০২৫

৯ পৌষ, ১৪৩২

২ রজব, ১৪৪৭

Edit Content

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

বড় পর্দায় বাজিমাত করার পর ছোট পর্দায় ফিরছেন মধুমিতা

অনলাইন ডেস্ক

বড় পর্দা আর ওয়েব সিরিজে বাজিমাত করার পর ফের আলোচনায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় তার এই প্রত্যাবর্তন যেন নতুন করে উন্মাদনা ছড়িয়েছে দর্শকমহলে। এরই মধ্যে প্রকাশ্যে আসা প্রমোতেই স্পষ্ট, এবার একেবারে ভিন্ন আঙ্গিকের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে এবার র‍্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রোমো দেখে সেরকমই বোঝা যাচ্ছে।

সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে এই ধারাবাহিকে। যদিও এই নতুন ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।

নেটিজেনরা এই প্রোমো দেখে বলেছেন, ধারাবাহিকের নাম তাদের পছন্দ হচ্ছে না। কেউ বলেছেন, আবার মধুমিতার লুক পছন্দ হয়নি। আবার কেউ কেউ নতুনভাবে মধুমিতাকে দেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন।

তবে প্রোমো প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া মিললেও এখন অপেক্ষা ধারাবাহিক শুরু হওয়ার। মধুমিতার নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার পর তা কতটা গ্রহণ করেন দর্শক, এখন তা-ই দেখার।

উল্লেখ্য, স্টার জলসার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মধুমিতা। শেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরও এক ধারাবাহিক ‘কুসুম দোলা’তে।

আরও পড়ুন

Scroll to Top