মঙ্গলবার

২২:৪৮:০৯

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

বলিউডে নারী অভিনেত্রীর প্রতি বৈষম্য নিয়ে সোচ্চার কৃতি স্যানন

অনলাইন ডেস্ক

বলিউডের গ্ল্যামারের আড়ালে যে বৈষম্যের ছায়া লুকিয়ে আছে, তা নিয়ে ফের মুখ খুললেন কৃতি স্যানন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একের পর এক বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলিউডের লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘আমার মা এমন এক সময়ে বড় হয়েছেন যখন ছেলেরা অনেক কিছু করতে পারত, কিন্তু মেয়েরা পারত না। একমাত্র যেটার জন্য তিনি লড়াই করেছিলেন, তা হলো পড়াশোনা। আজ তিনি একজন অধ্যাপিকা হয়েছেন।’

 

বলিপাড়ার লিঙ্গ বৈষম্য নিয়ে কৃতি দাবি করেন, ‘ছোট ছোট বিষয়, যেমন পুরুষ অভিনেতা ভালো গাড়ি বা ঘর পাচ্ছেন। এটা আসলে গাড়ির বিষয় নয় বরং মেয়েদের ছোট করে দেখানোর বিষয়। আমি চাই সমতা।’

তার কথায়, ‘অনেক সময় দেখা যায়, সহকারী পরিচালকরা মেয়েদের আগে ডাকেন, ছেলেদের জন্য অপেক্ষা করেন। আমি বাধ্য হয়ে নিজে গিয়ে কথা বলেছি, এটা যেন তারা না করেন। মানসিকতা বদলানো দরকার।’

এদিকে বলিপাড়ায় নারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্য নিয়েও তীব্র প্রতিবাদ করেছিলেন কৃতি। কৃতির দাবি ছিল, ‘প্রায় সব পেশাতেই এখন সমান কাজের জন্য সমান পারিশ্রমিকের দাবি স্বীকৃত। কিন্তু বলিউডে এখনও সমান পারিশ্রমিকের কোনও গল্প নেই। একই ধরনের কাজ, একই রকম পরিশ্রম, তবু শুধু লিঙ্গের ভিত্তিতে পারিশ্রমিকের ফারাক কেন থাকবে? এটা আমাদের মতো অভিনেত্রীদের জন্য তীব্র যন্ত্রণার।’

আরও পড়ুন

Scroll to Top