মঙ্গলবার

১৯:৫১:৫৪

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

রোনালদোকে ভয় পেতাম পেনাল্টি এরিয়ায়, আর মেসিকে পুরো মাঠে :রদ্রি

অনলাইন ডেস্ক

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি সম্প্রতি স্প্যানিশ টক শো “এল হোরমিগুয়েরো”-তে একটি সাক্ষাৎকারে ইতিহাসের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি নাকি রোনালদো? তখন কোনো কিছু না ভেবেই রদ্রি এক কথায় উত্তর দেন, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই।’

তারপর ব্যাখ্যা করতে বলা হলে স্প্যানিশ এই তারকা বলেন, ‘রোনালদোকে আমরা পেনাল্টি এরিয়ায় ভয় পেতাম, কারণ সেখানে তিনি ছিলেন ভীষণ মারাত্মক। কিন্তু মেসির ক্ষেত্রে আলাদা, তাকে ভয় পেতাম পুরো মাঠেই, কারণ যে কোনো জায়গা থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল তার।

 

 

উল্লেখ্য, কিছুদিন আগে প্রায় ১১ মাস পর মাঠে ফিরেন ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার রদ্রি। কিন্তু তার প্রত্যাবর্তনের দিনটি জয় দিয়ে রাঙাতে পারেনি ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচ শেষেও কথা বলেছিলেন মেসিকে নিয়ে।

তিনি বলেছিলেন, আমি তো মেসি নই। ফিরে এসেই একা দলকে জিতিয়ে ফেলবো।

আরও পড়ুন

Scroll to Top