মঙ্গলবার

১৭:৩৯:৩০

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

ডাকসুর নির্বাচনের জরিপ: জনপ্রিয়তার শীর্ষে ছাত্রদল সমর্থিত প্যানেল

অনলাইন ডেস্ক

এবার ‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ ও ভলান্টিয়ার সংস্থা ‘বেসরকারি’ আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেলের ওপর একটি জরিপ পরিচালনা করেছে।

সেই জরিপে অংশ নিয়েছেন ৩৪০ জন ইচ্ছুক ভোটার। জরিপে ছাত্রদল সমর্থিত প্যানেল বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। তারা পেয়েছেন ৪৬ শতাংশ ভোট।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস)-এর প্যানেল পেয়ছেন ১৮ শতাংশ ভোট। বাগছাস রয়েছেন দ্বিতীয় অবস্থানে। স্বতন্ত্র হিসেবে লড়াই করা উমামা ফাতেমা ১২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। অন্যদিকে শিবিরের প্যানেল ৯ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

এদিকে, ডাকসু নির্বাচনের আর মাত্র দুইদিন। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে এবং আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায় শেষ হচ্ছে সকল প্রকার প্রচার-প্রচারণা। তাই শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনা তুলে ধরতে ব্যস্ত।

তবে, সুষ্ঠু ভোট এবং সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে প্রার্থীদের মধ্যে এখনও উদ্বেগ রয়ে গেছে। নারী ভোটারদের জন্য নিরাপদ ভোট পরিবেশ নিয়েও কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন।

রোববার ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল, তাই হলকেন্দ্রিক প্রচারণাই বেশি দেখা গেছে। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান হাজী মুহম্মদ মহসিন হলে তার প্রচারণা শুরু করেন। তিনি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার পাশাপাশি নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

 

আরও পড়ুন

Scroll to Top