মঙ্গলবার

১৭:৪৩:৫৩

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

কোনো ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না : সভাপতি রাকিব

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পেছনে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক ফেসবুক পোস্টে এমনটাই জানান। তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন।

আজ সোমবার নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট দিয়ে রাকিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি সকালে একবার ডিজেবল করে দেওয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল।

এখন আবারো ডিজেবল করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনারা পাশে থাকলে, কোনো ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না ইনশাআল্লাহ।

ছাত্রদলের একজন সদস্য বলছেন, বাংলাদেশ বিরোধীরা কখনোই বিজয়ী হতে পারে না।

বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুগণ, আপনারাই পারেন স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে। যাতে তারা আর কখনোই মাথা উঁচু করে দাঁড়িয়ে না থাকতে পারে। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশের পক্ষে থাকা প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্যানেলকে ভোট দিয়ে সুন্দর বাংলাদেশ গঠনের শপথ নিয়ে আগামী দিনের পথ চলাতে সাহায্য করুন।

আরও পড়ুন

Scroll to Top