মঙ্গলবার

২১:০৮:৩৫

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

গ্ল্যামারের ছোঁয়া থাকলেও সরলতার পক্ষপাতী তরুণ অভিনেত্রী জাহ্নবী

অনলাইন ডেস্ক

বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর বরাবরই খবরের শিরোনামে থাকেন কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও। কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা হিসেবে তার ওপর সবসময়ই থাকে তুলনার চাপ, তবু নিজ প্রতিভা ও অভিনয়ের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন নিজস্ব অবস্থান। রামচরণের সঙ্গে পেড্ডি কিংবা সানি সংস্কারি কি তুলসী কুমারীর মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করে ক্যারিয়ারকে নিয়ে যাচ্ছেন আরও উঁচুতে।

তবে সম্প্রতি জাহ্নবী আলোচনায় এসেছেন নিজের বিয়ের স্বপ্ন নিয়ে খোলাখুলি মত দেওয়ায়। বলিউডের ঝলমলে জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠানের বাইরে তার মন টানে সরলতা ও আধ্যাত্মিকতার প্রতি। তিনি জানিয়েছেন, তার ইচ্ছে তিরুপতিতে বিয়ে করার। সেখানে থাকবেন কেবল ঘনিষ্ঠ পরিবার ও বন্ধু-বান্ধবরা। আড়ম্বর নয়, বরং ঘনিষ্ঠতা আর প্রশান্তিই হবে সেই দিনের মূল আবহ।

যদিও অভিনেত্রী মনে করেন, সরলতার মাঝেও কিছুটা গ্ল্যামারের ছোঁয়া অনিবার্য। তার এই স্বপ্ন দেখায় স্পষ্ট হয়ে ওঠে ব্যক্তিগত জীবনে জাহ্নবীর প্রামাণিকতা আর আন্তরিকতার প্রতি ঝোঁক। যেখানে অনেকেই জমকালো উদযাপনকে প্রাধান্য দেন, সেখানে জাহ্নবীর দৃষ্টিভঙ্গি আলাদা। অর্থবহ সম্পর্ক আর সরল উদযাপনের মধ্য দিয়েই তিনি খুঁজে পান সুখ।

আরও পড়ুন

Scroll to Top