বুধবার

১৯:৫৮:২০

২৪ ডিসেম্বর, ২০২৫

৯ পৌষ, ১৪৩২

২ রজব, ১৪৪৭

Edit Content

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

‘বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে গণঅভ্যুত্থানকে পাকাপোক্ত করতে হবে’

অনলাইন ডেস্ক

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে গণঅভ্যুত্থান বা জনগণের ক্ষমতাকে পাকাপোক্ত করতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

শিশির মনির লিখেছেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে। গণঅভ্যুত্থান তথা জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে।

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংকটে পড়বে। এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার কথা বলা হচ্ছে। এর আইন কোথায়? কোন আইনে নির্বাচন হবে?

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে সেটা ভবিষ্যতে প্রশ্নের মুখে পরবে।

আরও পড়ুন

Scroll to Top