মঙ্গলবার

১৯:২৬:৩০

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

কল্পি-২ নিয়ে বিতর্কের মাঝে বার্তা দিলেন দীপিকা!

অনলাইন ডেস্ক

কল্পি- ২ থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। বলিপাড়ায় গুঞ্জন, বেতন বাড়ানো ও কাজের সময়সীমা কমানোর দাবিতে প্রযোজকদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। শোনা যাচ্ছে, তিনি ২৫ শতাংশ বাড়তি পারিশ্রমিক এবং দিনে সর্বোচ্চ সাত ঘণ্টার কাজের সময়সীমা চেয়েছিলেন। কিন্তু প্রযোজকরা সে প্রস্তাব মেনে না নেওয়ায় নতুন পথে হাঁটেন।

তবে এই সিদ্ধান্তের পর চুপ করে থাকেননি দীপিকা। শনিবার সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন শাহরুখ খানের সঙ্গে একটি আড়ালের ছবি। সেটি তাদের নতুন ছবি কিং- এর শুটিংয়ের মুহূর্ত। ছবির সঙ্গে তিনি লিখলেন- “একটি চলচ্চিত্র তৈরির যাত্রা এবং এতে জড়িত মানুষগুলোই আসল, এর পরিণতি নয়।”

এই কথাটি নাকি শাহরুখ খানই প্রথম তাকে শিখিয়েছিলেন ওম শান্তি ওম- এর সময়। যেন সেই শিক্ষা আঁকড়ে ধরে আজও নিজের অবস্থান বোঝালেন দীপিকা। অনেকেই বলছেন, কল্পি- ২ থেকে বাদ পড়ার পর এটি ছিল তার এক মর্যাদাপূর্ণ জবাব। তিনি স্পষ্ট করে জানালেন, বাণিজ্যিক সাফল্যের চেয়ে মানুষের মূল্য ও সৃষ্টির প্রক্রিয়াই তার কাছে বড়।

এদিকে কিং নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দীর্ঘদিন পর শাহরুখ- দীপিকা জুটিকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। ছবির প্রতিটি খবর ভক্তদের কৌতূহল বাড়াচ্ছে। তারই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকার এমন আত্মবিশ্বাসী উপস্থিতি যেন প্রমাণ করছে, এখনো তিনি ভারতের অন্যতম প্রভাবশালী তারকা।

আরও পড়ুন

Scroll to Top