মঙ্গলবার

১৫:৪৯:৪০

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

দোজানা আল মদিনা মডেল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিস্তারে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হলো। উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দোজানা গ্রামে প্রতিষ্ঠিত আল মদিনা মডেল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদ্রাসার সেক্রেটারি আলমগীর হোসাইন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মু. সফিউল্লাহ তালুকদার, দোজানা জামে মসজিদের সেক্রেটারি আবু তাহের মেম্বার এবং মাদ্রাসার কোষাধ্যক্ষ মাওলানা মু. আমিমুল ইহসান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতি অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক যুগে মানসম্মত শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটিয়ে এ মাদ্রাসা ভবিষ্যতে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে।

 

মাদ্রাসার সেক্রেটারি আলমগীর হোসাইন তার বক্তব্যে বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন একটি মাইলফলক। ভবন নির্মাণ শেষ হলে শিক্ষার্থীরা আরও সুপরিসর ও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।”

সহ-সভাপতি মু. সফিউল্লাহ তালুকদার বলেন, “ধর্মীয় শিক্ষা কেবল আখেরাতের মুক্তির পথই দেখায় না, বরং সমাজে ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল মানুষ গড়ে তুলতে সহায়তা করে। এই ভবন নির্মাণ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার ভবিষ্যৎ সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বক্তারা নতুন ভবনের সফল সমাপ্তি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করেন।

এলাকার মানুষ মনে করছেন, আল মদিনা মডেল মাদ্রাসার নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। তারা আশা প্রকাশ করেন, ভবন সম্পন্ন হলে স্থানীয় শিক্ষার্থীরা শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষাতেও দক্ষ হয়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

আরও পড়ুন

Scroll to Top