ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পবিত্র কুরআন অবমাননা ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার তার ভাড়া বাসা থেকে ভাটারা থানা পুলিশ আটক করে বলে জানা গেছে।
এর আগে অপূর্ব পাল ফেসবুকে পবিত্র কুরআন অবমাননার কিছু ভিডিও আপলোড করেন। পরে রাতে একদল ছাত্র-জনতা রাতে তার বাসার নিচে গিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ দেখায়। রাত দেড়টার দিকে তাকে আটক করে পুলিশ।
এ সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবিতে দেখা যায়, অপূর্ব পালের বাসার নিচে পুলিশের সঙ্গে তিনি আছেন। তবে বাসার বাহিরে একদল উত্তেজিত ছাত্র-জনতার বিক্ষোভের কারণে তাকে সেখান থেকে বের করা সম্ভব হয়নি।