ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ থেকে ১৪ সদস্য নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই আজম।
রোববার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অগ্নি নির্বাপন নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, এ কমিটি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে হচ্ছে। আগামী ৫ নভেম্বর এর মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।