মঙ্গলবার

১৯:২৬:৩৪

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

ঘরোয়া লিগ নিয়ে আলোচনায় বসছে বিসিবি, নভেম্বরে প্রথম বিভাগ শুরু

চলতি মাসের শুরুতে বিসিবি নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করেছে নতুন পরিচালনা পর্ষদ। যেখানে পূর্ণ মেয়াদে সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। যদিও তার জন্য সময়টা ঠিক উপভোগ্য নয়, নির্বাচন বয়কট করা ঢাকার ক্লাব সংগঠকরা ঘরোয়া ক্রিকেটের সব লিগ বর্জন করেছে। সব শঙ্কা ছাপিয়ে ঘরোয়া লিগ চালুর ব্যাপারে আলোচনায় বসতে যাচ্ছে বিসিবি।

বিসিবি নির্বাচনের পর গত ৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে লিগ বর্জনের ঘোষণা দিয়েছিলেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। সেখানে অন্যান্য সংগঠকদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। সংবাদ সম্মেলনে স্পষ্ট করে তারা জানান, বিসিবি নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগ থাকা সত্ত্বেও দাবি না মেনে নেওয়ায় ঘরোয়া কোনো লিগে খেলবেন না।

এদিকে, নতুন করে জানা গেছে– আগামী নভেম্বর মাসের শুরুতে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ইতোমধ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে যোগাযোগ করা হয়েছে সকল ক্লাবের সঙ্গেও। যারা খেলবেন না বলে জানিয়েছিলেন তাদের খেলার ব্যাপারেও শতভাগ আশাবাদী সিসিডিএম। এ বিষয় নিয়ে আগামী ২২ অক্টবর বৈঠকে বসবে বিসিবি।

এক কর্মকর্তা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, নভেম্বরের ১ এবং ২ তারিখ খেলোয়াড় ট্রান্সফারের দিনক্ষণ থাকবে। পরবর্তীতে ৮ থেকে ১০ নভেম্বরের মধ্যে শুরু হবে প্রথম বিভাগ লিগ।

এর আগে প্রথম বিভাগ ক্রিকেটের গত আসরের খেলা হয়েছিল বিকেএসপি ৩, ৪ (সাভার), পিকেএসপি ১, ২ (রূপগঞ্জ) ও পিএইচআরসিএস (কেরানীগঞ্জ) মাঠে। সবমিলিয়ে ২০ দলের অংশগ্রহণে গত আসরে মোট ১২৪টি ম্যাচ হয়েছিল।

আরও পড়ুন

Scroll to Top