জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জুবায়েদ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন। হঠাৎ একদল অজ্ঞাত যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জুবায়েদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহপাঠী ও দলীয় নেতাকর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা বলেন,
“জুবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
অন্যদিকে, পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ বা কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত অপরাধীদের শাস্তি না হলে বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য, নিহত জুবায়েদ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।