মঙ্গলবার (২১ অক্টোবর) এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট জেরি বলেন, আমরা অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার অবস্থা থেকে এখন আক্রমণাত্মক কৌশলে যাচ্ছি । এই লড়াই আমাদের শান্তি, স্থিতি এবং লাখ লাখ পেরুবাসীর বিশ্বাস পুনরুদ্ধারে সহায়তা করবে।
চলতি মাসের শুরুতে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে ক্ষমতাচ্যুত করার পর হোসে জেরি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি একটি নতুন মন্ত্রিসভা গঠন করেন এবং অপরাধ দমনকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা দেন।
সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতা এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে হওয়া এক বিক্ষোভে একজন নিহত ও শতাধিক আহত হন। সেই প্রেক্ষাপটে সরকার জরুরি অবস্থা ঘোষণা করে।
উল্লেখ্য, এটি প্রথমবার নয় যে পেরু সরকার অপরাধ দমনে জরুরি অবস্থা জারি করল। এর আগে, গত মার্চে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেও ৩০ দিনের জন্য একই ধরনের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।