সম্প্রতি বিসিসিআই এসিসিকে ইমেইলের মাধ্যমে অনুরোধ জানায়, ট্রফিটি যেন ভারতে পাঠানো হয়। কিন্তু এসিসি সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রফি ডাকযোগে নয়, নিতে হলে ভারতীয় অধিনায়ক, দল বা কর্মকর্তাদের নিজেই আসতে হবে দুবাইয়ে।
নাকভি বলেন, ‘এশিয়া কাপ ট্রফি ভারতে পাঠানো হবে না। ভারতীয় কর্মকর্তা বা খেলোয়াড়দের দুবাই এসে এটি সংগ্রহ করতে হবে।’ তিনি আরও জানান, নভেম্বর মাসে দুবাইয়ের এসিসি সদর দপ্তরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে ভারতীয় প্রতিনিধিরা এসে ট্রফি গ্রহণ করতে পারবেন।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু তখন ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল। কারণ, এসিসি সভাপতি মহসিন নাকভি নিজেই ট্রফি তুলে দেওয়ার কথা ছিল এবং তিনি একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবির প্রধান। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে ভারত সেই সময়ে ট্রফি না নিয়েই দেশে ফিরে যায়।