মঙ্গলবার

১৭:২৮:২৯

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

জনশক্তি রপ্তানি হ্রাসে আতঙ্ক, স্থিতিশীলতার আহ্বান শ্রমবাজার রক্ষা আন্দোলনের

বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতে চলমান অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রিক্রুটিং এজেন্সিগুলোর মালিক ও প্রতিনিধিরা। এ লক্ষ্যে তারা নতুন সংগঠন ‘শ্রমবাজর রক্ষা আন্দোলন’ গঠনের ঘোষণা দেন।

রাজধানীতে আইডিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর সদস্যরা জানান, শ্রমবাজারে বাংলাদেশের সুনাম ও অবস্থান বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনিক হয়রানি, লাইসেন্স নবায়নে জটিলতা এবং দালালচক্রের দৌরাত্ম্যের কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্রমেই সংকুচিত হচ্ছে।

বক্তারা সতর্ক করে বলেন, “এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দিনে দেশ প্রবাসী শ্রমবাজারে বড় ধরনের সংকটে পড়বে।”

সৌদি একক ভিসা বন্ধে কর্মসংস্থান ঝুঁকিতে

সভায় বায়রার সদস্যরা খাতটির বেশ কিছু অনিয়ম ও সমস্যা তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য—

লাইসেন্স নবায়নে অযৌক্তিক জটিলতা

সত্যায়ন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিলম্ব

অভিযোগ বাণিজ্যের নামে হয়রানি

কিছু কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ

বক্তাদের মতে, এসব কারণে সাধারণ রিক্রুটিং এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের অন্যতম বৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতটি ধ্বংসের মুখে পড়ছে।

‘শ্রমবাজার রক্ষা  আন্দোলন’-এর ৮ দফা দাবি

১. রিক্রুটিং খাতে দুর্নীতি ও হয়রানিতে জড়িত প্রশাসনিক কর্মকর্তাদের চিহ্নিত করে শাস্তি প্রদান।
২. সৌদি আরবের একক ভিসা (১–২৪ সিরিজ) অব্যাহত রেখে দ্রুত বহির্গমন ছাড়পত্র প্রদান।
৩. বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য নিয়ন্ত্রণ ও লেবার ফেয়ার চালু করা।
৪. প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটি-তে দক্ষ ও সেবামুখী কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা।
৫. বায়রার সদস্যদের প্রতি প্রশাসনিক বৈষম্য ও অনৈতিক আচরণ বন্ধ করা।
৬. নারী কর্মী প্রেরণসহ বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া।
৭. সরকারি সংস্থা বোইসেল (BOESL) ও বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি।
৮. শ্রমবাজার রক্ষায় বায়রার সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান।

‘অর্থনীতির রক্তধারা রক্ষা করতে হবে’

‘শ্রমবাজার রক্ষা আন্দোলন’-এর সমন্বয়ক আতিকুর রহমান আতিক বলেন

“জনশক্তি রপ্তানি খাত দেশের অর্থনীতির রক্তধারা। এখনই দুর্নীতি ও স্বার্থান্বেষী চক্রকে থামাতে না পারলে, বাংলাদেশ শ্রমবাজার থেকে পিছিয়ে পড়বে।”

সংগঠনের নেতৃত্বে রয়েছেন—
আতিকুর রহমান আতিক (আহ্বায়ক), সিদ্দিকী জাফর আহমেদ (যুগ্ন আহ্বায়ক), মোহাম্মাদ মহিউদ্দিন (সদস্য সচিব) ও বায়রার অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা আরও বলেন,

“এখন ঐক্যের সময়। দেশের স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে— ইনশাআল্লাহ।”

 

আরও পড়ুন

Scroll to Top