মঙ্গলবার

১৫:৪৯:৪১

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

সালমানের বিরুদ্ধে মামলা করলেন বিজেপি নেতা

এবার আইনি বিপাকে পড়েছেন বলিউড তারকা সালমান খান। একটি পান মশলা সংস্থার বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে নায়কের বিরুদ্ধে। ভারতের রাজস্থানের কোটার এক সুরক্ষা আদালত ইতোমধ্যেই সালমান খান এবং সেই সংস্থার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। 

এই অভিযোগ করেছেন রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি। তার দাবি, রাজশ্রী পান মশলার বিজ্ঞাপনটি ক্রেতাদের বিভ্রান্ত করছে। বিজ্ঞাপনে ‘কেশরযুক্ত এলাচ’ বা ‘কেশর মেশানো পান মশলা’ উল্লেখ করা হলেও সাধারণ ক্রেতার প্যাকেটে ব্যবহৃত কেশরের পরিমাণ বাস্তবসম্মত নয়।

ইন্দরমোহন সিং হানি বলেছেন, বিজ্ঞাপনের মাধ্যমে যুবসমাজ প্রলুব্ধ হচ্ছে। তারা মনে করছে কেশরযুক্ত এলাচ ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তিনি সালমান খানের জাতীয় পুরস্কারগুলোও প্রত্যাহারের কথাও উল্লেখ করেছেন। বলে রাখা ভালো, সালমান খান ‘চিল্লার পার্টি’ এবং ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

সালমান খান আগে রাজশ্রী ইলাইচির বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন। যদিও সেখানে তাকে পান মশলার বিজ্ঞাপনে সরাসরি দেখা যাননি, কিন্তু জনসাধারণের মধ্যে দুটি পণ্যের সংযোগ তৈরি হয়েছে। এবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে তার পণ্য প্রচার, আর বিষয়টি উঠেছে সরাসরি আদালতে। জানা গেছে, আগামী ২৭ নভেম্বর মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

Scroll to Top