মঙ্গলবার

১৫:৪৯:০৭

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

‘একই জিনিস বারবার করতে পারি না’

বলিউডের পারফেকশনিস্ট তকমা নিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন অভিনেতা-প্রযোজক আমির খান। কিন্তু এই বিপুল তারকাখ্যাতি কীভাবে অর্জন করলেন, তা নিয়ে নিজেই সন্দিহান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছবির নির্বাচন এবং তারকা হয়ে ওঠা নিয়ে কথা বলেছেন তিনি।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমি সত্যিই জানি না কীভাবে তারকা হয়ে উঠলাম। যুক্তি অনুযায়ী, আমার এমন হওয়ার কথা ছিল না। আমি সব নিয়ম ভেঙেছি এবং নিজের মতো করে কাজ করেছি। তাই এই সম্মান ও সাফল্য পেয়ে আমি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমি যে বাস্তব পদক্ষেপ নিয়েছিলাম, তাতে সাফল্যের দিকে যাওয়া সম্ভব ছিল না। ‘সরফরোস’ বা ‘লগান’-এর মতো ছবি যখন মুক্তি পায়, তখন দর্শকরা এগুলো পছন্দ করবেন কি না, আমাদের কোনো ধারণাই ছিল না। তারপর ‘দিল চাহতা হ্যায়’, যা সেই সময়ের প্রেক্ষাপটে বেশ ভিন্ন ছিল, এবং এখন ‘সিতারে জমিন পর’।’

তার কথায়, ‘আমি একই জিনিস বারবার করতে পারি না। আমি কেবল আমার ব্যক্তিত্ব অনুসারে বিভিন্ন স্ক্রিপ্ট বেছে নিই। আমি শুধু সেই ছবিগুলোই নির্বাচন করি, যা আমাকে ব্যক্তিগতভাবে উত্তেজিত করে।’

প্রসঙ্গত, আমির খানকে শেষ দেখা যায় ‘সিতারে জমিন পর’ ছবিতে। এটি ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল। ছবিটিতে আমিরের সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

আরও পড়ুন

Scroll to Top