মঙ্গলবার

১৯:২৬:৪০

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

দেশের মানুষের ভালোবাসা ও দোয়া আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে – তারেক রহমান

দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায়ের এক অনন্য আবেগঘন মুহূর্তে, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে সহযোগিতা, শুভকামনা ও প্রার্থনা পাঠানো হচ্ছে—তা গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে জিয়া পরিবার ও বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, কূটনীতিক, রাজনৈতিক সহকর্মী ও ব্যক্তিগত বন্ধুরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। তাঁদের উদ্বেগ, আন্তরিকতা ও শুভকামনা—সবকিছুই পরিবারের জন্য মানসিক শক্তি হয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা, নিরন্তর দোয়া ও আশীর্বাদ তাদের গভীরভাবে স্পর্শ করেছে। দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম জিয়ার প্রতি যে মানবিক সহমর্মিতা দেখানো হচ্ছে, তা রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তারেক রহমান জানান, “দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে যারা পাশে দাঁড়িয়েছেন, আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই ভালোবাসা—দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি ও মানবতার প্রতি মানুষের অটুট বিশ্বাসের প্রতিফলন।”

জিয়া পরিবার এবং বিএনপি আশা প্রকাশ করছে, দ্রুতই চিকিৎসার মাধ্যমে বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন। একই সঙ্গে তারা দেশবাসীসহ আন্তর্জাতিক মহলের অব্যাহত দোয়া ও সমর্থন কামনা করেছে।

এমএফ/বিকল্পকন্ঠ

#BegumZia #BNPNews #BangladeshPolitics #GlobalSupport #GetWellSoonZia

আরও পড়ুন

Scroll to Top