দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আরও একধাপ এগিয়ে গেল। নির্বাচন কমিশন (ইসি) আগামী রোববার, ৭ ডিসেম্বর কমিশন সভায় বসছে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ওই সভার পর যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে থেকেই ইসি নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা চলছে, তেমনি সাধারণ মানুষও অপেক্ষায় রয়েছে কবে তফসিল ঘোষণা হবে।
ইসি সূত্র জানায়, মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, লজিস্টিক ব্যবস্থাপনা ও ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রস্তুতসহ গুরুত্বপূর্ণ কাজগুলো ইতোমধ্যে এগিয়ে গেছে। তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, যাচাই–বাছাই, প্রার্থিতা বাতিল বা অনুমোদন, প্রতীক বরাদ্দ এবং প্রচারণার সময়সূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
এছাড়া তফসিলে ভোটগ্রহণের সুনির্দিষ্ট তারিখও উল্লেখ থাকবে। নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন সরকারি সংস্থার সাথে সমন্বয় সভা ও প্রস্তুতি কার্যক্রম অব্যাহত রয়েছে। ইসি জানায়, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তফসিল ঘোষণার পরই দেশের রাজনৈতিক অঙ্গন আরও চাঙ্গা হয়ে উঠবে এবং নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।
এমএফ/বিকল্পকন্ঠ
#Election2024BD #ECUpdate #BangladeshPolitics #NationalElection #TafsilAnnouncement