মঙ্গলবার

১৫:৫৪:১৬

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

ব্যাটে–বলে আধিপত্য: আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয় টাইগারদের !

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হোঁচট খেয়ে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ফলে শেষ ম্যাচটি ছিল সিরিজের ভাগ্য নির্ধারণের লড়াই। যেখানে লিটন দাসের দল আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেই সিরিজ জয় নিশ্চিত করেছে ২–১ ব্যবধানে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। তাদের ব্যাটিংয়ে ছিল না কোনও জুটি বা দাঁড়িয়ে যাওয়ার ধরণ; শুরু থেকেই উইকেট হারানোর ধারা বজায় থাকে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিং। টিম টেক্টর শুরুতে ঝড় তোলার চেষ্টা করলেও ১৭ রানে আউট হন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে ইকোনমিক। তার বোলিংয়ের দ্বিতীয় ডেলিভারিতেই তিনি তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। বিশেষ করে পাওয়ার প্লের শেষ ওভারে হ্যারি টেক্টরের অস্বাভাবিকভাবে আউট হওয়ার মুহূর্তটি ম্যাচে নাটকীয়তা যোগ করে। পায়ে বল ঠেকাতে গিয়ে ব্যর্থ হয়ে তিনি বোল্ড হন মাত্র ৫ রানে।

মিডল অর্ডারে লরকান টাকার, কুর্তিস ক্যাম্পারদের ব্যর্থতায় আয়ারল্যান্ড বড় সংগ্রহ পায়নি। শেষদিকে ডকরেল (১৯) ও ডেলানি (১০) কিছুটা প্রতিরোধ গড়লেও তা কেবল সংগ্রহটুকু টেনে তুলেছে।

ছোট লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। তানজিদ তামিম ও সাইফ হাসান ওপেনিং জুটিতে করেন ৩৮ রান। ১৪ বলে ১৯ রান করে সাইফ ফিরলেও তামিম ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী। অধিনায়ক লিটন দাস তিনে নেমে ব্যর্থ হন; মাত্র ৭ রানেই ফিরে যান। তবে এরপর তৃতীয় উইকেটে পারভেজ ইমনের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম।

ফিল্ডিংয়ে আজ ছিলেন তানজিদ তামিম—একাই ধরেছেন রেকর্ড ৫টি ক্যাচ। টেস্ট খেলুড়ে কোনো দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ফিল্ডার হিসেবে এটি সর্বোচ্চ। ফিল্ডিংয়ের পর ব্যাটেও আলো ছড়ান তিনি। ৩৬ বলে অপরাজিত ৫৫ রানের ফিফটি করে দলকে সহজ জয় উপহার দেন।

ইমনও ছিলেন দায়িত্বশীল; ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। বাংলাদেশ ১৩ ওভার ৪ বলেই লক্ষ্য তাড়া করে ফেলে মাত্র ২ উইকেট হারিয়ে।

এই জয়ের মাধ্যমে সিরিজ শুরুর চাপ ভুলে মনোবল বাড়িয়ে শেষ করল বাংলাদেশ। তরুণদের পারফরম্যান্স, বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং তানজিদ তামিমের অলরাউন্ড নৈপুণ্যই এনে দিয়েছে টাইগারদের নিশ্চিত সাফল্য।

এমএফ/বিকল্পকন্ঠ

#BangladeshCricket #T20SeriesWin #TanzidTamim #TigerVictory #BANvsIRE

আরও পড়ুন

Scroll to Top